আমার বড়ো আদরের ধন পাঁচ বছরের রবি
হঠাৎ কি ভেবে বলিল আজ, "বাবা; দাদু কই আছে শুনি?"
আমি সহজাত হেসে উত্তর দেই, "কেন বাবা; দাদু বৃদ্ধাশ্রমে।"
সরল কন্ঠে পাল্টা প্রশ্ন, "তুমিও কি থাকবে সেখানে; যখন বৃদ্ধ হবে?"
এ যেন তীর, বজ্রগভীর; পৃথিবীর চেয়ে ভারী!
ছোট্ট মুখের ছোট সে কথায় থমকে গেলাম আমি।
বাবা তো আমায় ভালোবাসতো ঠিক এমনই করে
যতটুকু স্নেহে স্বর্গে রেখেছি আমারই রবিকে।