আকাশে আগুন উৎসব করে, মাটি যে রক্তে লাল
শকুনেরা আজ ছিড়ে-ফুড়ে খায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল।
হে বিবেক! হও হও সাবধান
দিকে-দিকে আজ ছড়িয়ে পড়েছে হিংসার জয়গান
হতাশ জাতি খুজিতেছে পথ মুক্তির ভরসায়।


রাখালের দল ধরিয়াছে হাল, সাজিয়াছে কাপ্তান!
হে বিবেক! হও হও সাবধান
দরিয়া যে উত্তাল;
তোমার উপরে ন্যস্ত হয়ছে জাতির ভবিষ্যৎ।