আমি তোমার আকাঙ্খিত প্রিয় লাল গোলাপ হতে চাই
হতে চাই তোমার ঘরের বারান্দায় শোভিত নীলকন্ঠ
বসন্তের কোকিল নয়; হতে চাই ছোট্ট বাবুই।


কৃষ্ণচূড়ার লাল রঙ আর শরৎতের শুভ্র কাশে
স্বপ্নের আবেশে দু'চোখ ভাসে।
হাসনাহেনার স্নিগ্ধ সুবাসে মৌ মৌ দক্ষিণা বাতাস
সন্ধ্যার আঁধারে জোনাক হাসে।
গোধুলির বেলা শেষে চাঁদের জোয়ার
রূপকথা হার মানে গল্পে তোমার।
আমি সেই গল্পের ক্ষুদ্র কয়েকটি লাইন হতে চাই
শান্ত নদীর বুকে যেন বয়ে যাওয়া স্রোত।


ফাল্গুনের আগুনে যে রঙের মেলা
মরু প্রান্তরে তার নেই প্রয়োজন।
বরং সেখানে চাই অভিমানী মেঘ
গভীর প্রেমের কিছু কোমল পরশ।
মহাকাল সে খবর নাই'বা রাখুক
তোমার-আমার মনে তা অমর থাকুক।