ফাল্গুনের আগুন ঝরুক এই ভালোবাসাহীন শহরে
প্রিয়তমা, চলো তুমি আমি চলে যাই বহুদূর।
এখানে দানবের কালো থাবা রোজ
বাতাস মাতোয়ারা লাশের বিভৎস গন্ধে
নবজাতকের ঠাঁই হয় ডাস্টবিনে
ক্ষুধার্ত শিশুর কান্নায় ভারী সুনীল আকাশ।
এখানে ধ্বংসস্তুপ সভ্যতা; যুদ্ধের কালো ছায়া
রক্ত পিপাসা প্রবল সন্ধ্যা-সকাল।
এখানে মেকি সব উৎসব; চলে হিংস্রতা
বুকে চেপে দাবানল, সবাই যে যার মতোন।
এখানে ভোরের পাখির সুরে দুঃসংবাদ
ধর্ষিত বিবেক; মানবতা রোজ হয় খুন।
এখানে দালান-কোঠার মাঝে শূন্যতা
জীবনের হতাশা; না পাওয়ার বেদনা প্রবল।
এখানে স্বপ্নের ফুল মুকুলেই ঝরে
শ্বেত পায়রার বুক জুড়ে রক্তক্ষরণ।
এখানে স্বস্তি নেই; এক চিমটি মুক্ত বাতাস নেই
তোমার-আমার পথ জুড়ে শুধু ভাঙচুর।


তাই চলো প্রিয়তমা; চলো এ মিথ্যা ময়াময় সভ্যতা ছেড়ে বহুদূর
যেখানে জীবনের পূর্ণতা প্রেমে ভরপুর।