সংবাদিক; ভাই তোমার উপরে কি কথা কওয়া যায়?
সমাজের বুকে যার জুড়ি মেলা দায়!
দিনকে করো রাত; রাতকে দিন
মানুষের বিশ্বাস করো তুমি ভুল!
মিথ্যার বাগানেতে ফুটাতে ফুল;
কেটে ফেলো রোজ কতো সত্যের মূল!
শান্তির সুবাতাসে জ্বালাও আগুন;
বিনষ্ট করো শত স্বপ্ন মকুল!
দিনে হিরো, রাতে জিরো একই মানব
নিখুত একাজ তুমি করো নির্ভুল!
শক্তির বিচারে কলম সেরা;
সেই কলমকে পুজি করে হাতে নাও ছোরা!


ডাক্তার; আমি ক্ষুদ্র অতি, তুমি ভগবান!
সম্মানে-গৌরবে তুমিই মহান।
রাজা হোক, প্রজা হোক; হোক যতো বড়ো
তোমার দুয়ারে তারা করে যাতায়ত।
আতঙ্ক তৈরি করে জমের বুকে;
ফোটাও হাসি তুমি মুমূর্ষ মানবের মুখে।
সেই দম্ভের ডানাতে উড়ে আকাশে;
মানুষকে দেখো তুমি পিপড়ার চোখে!
কুকুরের মতো তুমি করো ব্যবহার;
মানুষতো মানুষ নয়; যেন বন্য শুকুর!
ছুরি-কাচি চালিয়েই বের করো টাকা;
লেনদেনে ভুল হলে লাঠি চলে পাকা!
ব্যাবসায়ী ব্যাবসায় হার মেনে যায়;
হুজুর হুজুর বলিয়া নম নম দেয়!
তাই বলে ভেবো নাকো পার পেয়ে যাবে;
স্রষ্টা দেখেন সবি থেকে উপরে।
সৃষ্টিতে মানব সেরা; পেশায় তুমি
এর বেশী জগতে তুমি কিছু নও।


স্রষ্টার সৃষ্টি হয়ে যারা দম্ভভরে
মানবের সম্মুখে সাজে ভগবান
ক্ষমতার রাজ্যে ভাবে নিজেই সেরা
মানুষকে হেলা করে; করে অপমান
তাদেরও ফুরায় বেলা, ফুরায় প্রহর।
শুধু ক্ষণকাল; মিথ্যা গরিমা মেখে গায়
নেয় মানুষের ঘৃণা, আর স্রষ্টার অভিসম্পাত।