ভালো থাকুক পাখি, মুক্ত ডানার স্মৃতি; ভালো থাকুক।
ভালো থাকুক ভোর, শিশির ভেজা শিউলি; ভালো থাকুক।
ভালো থাকুক কাক, ঘুম ভাঙানির ডাক; ভালো থাকুক।
ভালো থাকুক আকাশ, লালচে আভায় বিকাল; ভালো থাকুক।
ভালো থাকুক কোকিল, স্বপ্নে রঙিন সুর; ভালো থাকুক।
ভালো থাকুক সন্ধ্যা, জোনাক রাঙা রাত; ভালো থাকুক।
ভালো থাকুক জল, সাগর টানে নদী; ভালো থাকুক।
ভালো থাকুক ফাগুন, ফুলের শোভায় আগুন; ভালো থাকুক।
ভালো থাকুক বকুল, প্রেমে ভাসা সুর; ভালো থাকুক।
ভালো থাকুক চাঁদ, ঘুম পাড়ানির ডাক; ভালো থাকুক।
ভালো থাকুক শরৎ, কোমল পরশ কাশ; ভালো থাকুক।
ভালো থাকুক নারী, নীলচে রঙের শাড়ি; ভালো থাকুক।
ভালো থাকুক গোলাপ, প্রিয়ার কোমল হাতে; ভালো থাকুক।
ভালো থাকুক ঝর্ণা, পাহাড় শোভায় কান্না; ভালো থাকুক।
ভালো থাকুক চিঠি, মনের আবেগ মেশা; ভালো থাকুক।
ভালো থাকুক পথ, হাটছি যেথায় আমরা; ভালো থাকুক।
ভালো থাকুক আশা, মনের যতো ভাষা; ভালো থাকুক।
স্বর্গ আসুক নেমে, এই পৃথিবীর বুকে; নীরব ভালোবাসায়।
.
*হুমায়ন আযাদের "ভালো থাকুক" শিরোনামের কবিতাটিতে অনুপ্রানিত হয়ে "প্রত্যাশা" শিরোনামে আমার এই কবিতাটি লেখা।