ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন থমকে যাবে
রাত্রিগুলো আর ভোর হবে না
বসন্তের রং হবে সাদা-কালো
পাখিগুলো আর গান গাবে না।


কিন্তু সময়ের স্রোতে জীবন থেমে থাকেনি
চৈত্রের পথ ধরে যে বৃষ্টি এসেছিল
অঝরে ঝরে সে ফিরে গেছে ঝর্ণার কাছে
নীলিমায় ফিরে এসেছে আবার ফাগুন।


পরিবর্তনের খেলায় বহে ঝড়ো হাওয়া
জোয়ার-ভাটার স্রোতে নদীর খেলা
মেঘের বুকেই ফিরে আসে রঙধনু
আঁধার রাতের শেষে আলোর ফোয়ারা।


পৃথিবীতে শেষ বলে কিছু নেই
সবকিছু ফিরে আসে চক্রাকারে
সুখ-দুঃখ, আশা-হতাশা কিংবা বিরহ-ভালোবাসা
নিশ্চুপ পদচিহ্নে জীবনের যাত্রা।


শুধু ফিরে আসে না হারানো সময়
ভাঙ্গা কাচের বুকে থেকে যায় দাগ
রঙ্গিন ঘুড়ি দেখে ডানাকাটা আহত বকের ঝাঁক
বার-বার বদলায় তার পথ।