কিছু লোক আমাকে নিয়ে হিংসায় পোড়ে
বলে, 'ইশ! যদি ওর মতো সুখি হতে পারতাম!'
.
সত্যিই তো; ইদানিং আমি বেশ আছি
মিথ্যা সুখের হাসি মেখে মুখে।
এখন আর হৃদয়ের সুতীব্র অনুভূতিগুলো
চোখে জ্বলজল করে ফুটে উঠে না;
অতি স্বাভাবিক হয়ে গেছে জীবনের সব ভাঙচুর।
জীবনের মঞ্চে অভিনয়টা চলছে দারুণ
যেন শুকনো কৃষ্ণচূড়ার ডালেও লালের আগুন।
.
এভাবেই সবাইকে ফাকি দিয়ে হঠাৎ একদিন
চলো যাবো জীবনের স্পন্দনহীন শহরের বুকে।
তখন নিদারুণ বিস্ময়ে বলবে সবাই,
'লোকটা অভিনেতা বটে!'