তরু; তুমি যে বলো, 'ওদেরকে ভালোবেসে বুকে টেনে নাও
বুলেটের বদলে দাও লাল গোলাপ; হিংসের প্রতিদানে স্নিগ্ধ হাসি
ওরাও একদিন ভালোবাসা শিখে আলোকিত সভ্যতা করবে ফেরি।'
এসব ভাবনা ওদের কাছে হাস্যকর; শিশুদের মতো আচরন!
ওরা বর্বর, অসভ্য জংলী; সভ্যতার আলো পৌছায়নি ওখানে এখনো।
অস্ত্রের ভাষা শুধু বোঝে যে মানুষ, যে জাতি
অস্ত্রের কন্ঠেই তাকে দিতে হয় মোক্ষম উত্তর
জংলী-জানোয়ারকে পোষ মানাতে দিতে হয় চাবুকের ঘা।