জীবন মানেই বিষাদের মাঝে শীতল আগুন
অনুভব করা বসন্তের বিকেলের ঐ রঙিন ফাগুন ;


জীবন মানেই বটতলায় বসা হেমন্তের মেলা
বর্ষার পানিতে ভেসে যাওয়া ঐ কলার ভেলা ;


জীবন মানেই উদ্দেশ্যহীন পথে নির্জন যাত্রা
নামের উপরে মুছে যাওয়া ঐ পেন্সিলের মাত্রা ;


জীবন মানেই মুখরিত সন্ধ্যার শীতল ছোঁয়া
ভেসে যাওয়া  মুক্ত সিগারেটের ঐ  সাদা ধোঁয়া ;


জীবন মানেই নীল আকাশের বুকে  রঙিন ঘুড়ি
শীতের সকালে চায়ের সাথের ঐ একমুঠো মুড়ি ;


জীবন মানেই সবুজের বুকে আঁকা লাল বৃত্ত
খিস্টানদের গির্জায় দেখে আসা ঐ ত্রিবেণীর নৃত্য ;


জীবন মানেই খেলার মাঠে সাকিবের বাংলাদেশ
বনলতা সেনের ঢেউহীন ঐ আঁধার কালো কেশ ;


জীবন মানেই গ্রাম্য বধূর কমাহীন গল্প
কষ্টের মাঝে বেঁচে থাকার ঐ সুখের প্রকল্প ;


জীবন মানেই ভিড়ের মাঝে খুঁজে পাওয়া এক বন্ধু
অর্পিতা বর্ণার কপালের মাঝে আঁকা ঐ লাল সিন্ধু ;


জীবন মানেই দীঘির পাড়ের নবীন দূর্বা ঘাস
নিঃশ্বাসহীন ভাবে শুয়ে থাকা ঐ কবরের পচা লাশ  ।