সিক্ত কুয়াশা ভিজিয়েছে আমার সারা গা ,
শীতল মাটিতে দাঁড়ানো ছোট ছোট দুটি পা;


চারদিকে নীরবতার শুনশান,
এ যেন শীতেরই আহবান;


জানালার ওপাশে মায়াবী দুটি চোখ ,
তাকিয়ে আছে বিরতিহীন একপলক ;


তনয়ার জুড়া দুটি কানের দুল,
ঢাকতে পারেনি ঢেউহীন কালো চুল;


প্রতিদিন করো এভাবে স্মরণ,
করবো একদিন তোমাকেই বরন;


থাকবেনা তখন দাঁড়িয়ে দূরে,
আসবে যখন আমার অচিনঘরে;


তোমার ঐ নির্বাক দৃষ্টি ,
যেন পৃথিবীর এক অপরূপ সৃষ্টি;


ভুলবোনা কখনো আমি তোমায়,
অনন্ত কাল পাশে পাবে এই আমায়;


আমি আমার কথা রাখবো,
একদিন ঠিকি কাছে ডাকবো;


বাড়িয়ে দিয়ো তোমার দুটি শীতল হাত,
আসবো আবার আগামী প্রভাত।