শিশির ভেজা আবহাওয়াটা আজ
         মনে করিয়েছে ঐ স্মৃতি;
রাস্তার ওপাশে দাঁড়িয়ে ছিল
         মায়া-কারা এক প্রীতি।


স্নিগ্ধতায় ভরা, গ্লানিহীনতা ছাড়া
           কোমল দুটি ঠোঁটে ;
ঋতুরাজ বসনার মনগড়া সকল
        রঙিন ফুল যেন আছে ফুঁটে।


ভেজা চুলের নিচে কানের ডগায়
            আটকে থাকা দুটি দুল;
মনে করিয়ে দেয় আজ লুপ্ত হওয়া
             জারুলের ঐ নীল ফুল।


বিস্ময় নিয়ে ওপাশের ধারে
            ছিলে যখন তুমি দাঁড়িয়ে;
এরই মাঝে আমি এপাশের পথিক
            গেলাম নিজেকে হারিয়ে।