বিকেলের পরে সন্ধ্যাকে ঘিরে
    নামিয়াছে কালো আঁধার ;
হারিয়াছি যাকে পাব কিনা তাকে
    খুঁজিয়াছি তবু বার বার ।


সকালের পরে দুপুরের আগে
   দেখিয়াছি এক ঝলক;
রাস্তার ধারে লেকের ওপারে
  পাইয়াছি এক নোলক ।


ওপাশের কালো আঁধার আমারে
ডাকিয়া বলে তুই খুঁজিস কাহারে;
আমি বলি তুমি চিনিবে কি তাহারে
নিয়া আসিতাম যাকে এখানে বারে বারে।


মনে পরিয়াছে মনে পরিয়াছে
সেদিন তুই হাত ধরিয়াছিলি যাহার ;
কাছে ডেকে বলিয়াছিলি
তুই শুধু তাহার ।


শুকনো পাতার উপরে বসিয়া
বলিয়াছিল তনয়া হাসিয়া হাসিয়া;
যখনি আমি উঠিব তোমার ঘরে
তখনি পাবে ওগো আমায় আপন করে ।