আজ নাকি গোলাপের দিবস
মনটা তাই হয়ে আছে অবস ;
দেয়নি এখনো একখানা গোলাপ কেউ
সেই দুঃখে আত্মাটা করছে ঘেউ ঘেউ ।


ওপাশের বালিকারা ফুল হাতে নিয়ে
নক করে ছেলেদের দরজায় গিয়ে ;
খুলে যখন দাঁড়ায় ভয়ংকর শাশুড়ি
মনে মনে পাঠ করে তুই কেন বুড়ি ।


অন্যদিকে বয়ফ্রেন্ড অন্য কাউকে ধরে
হাঁটু গেরে বলে ওগো গ্রহণ কর মোরে ;
মেয়ে বলে আসছো তহ অনেক দেরি করে
ছেলে বলে আজি আমি যাব পৃথিবী ছেড়ে ।


সেই দেখে আমজনতা বলে আহারে আহারে
মিনারের সুর বলে কোথায় পাবো তাহারে;
আমি দাঁড়িয়েছি আমার কাব্যের পাহাড়ে
অনুরাধার কাছ থেকে দূরে বহু দূরে ।