অমাবস্যার রাতে দেখাহীন আলোতে
ভেসেছি কিভাবে জোছনার  ভেলাতে !


গ্রীষ্মের দুপুরে কাঁপানো শীতে
করতে পেরেছি অনুভূতি নিতে ;


ফাগুনের সন্ধ্যায় মেঘহীন বৃষ্টিতে
ভিজেছি নিজের আপন সৃষ্টিতে ;


চারিদিকে শুধু মায়া মায়া গন্ধ
তৃপ্তিময় জগতে হয়ে আছি অন্ধ ;


কেউ কি আসবে কদমের বনে
খুঁজে নিতে আমায় ফুলকিত  ভুবনে ।