আমি কিঞ্চিৎ রোগ ভালোবাসি । গাঁটে গাঁটে এদের বাসা কিছুটা স্বস্তি দেয় । অন্তত কেউ না কেউ থাকে পাশে । তুমি তো রহমতগঞ্জের বাসায় সুরায় নিমগ্ন থাকো  সাথে টিক্কা কাবাব এবং নিদেন পক্ষে একগ্লাস বাদামের শরবত ।


সুরায় আজকাল আরব থেকে এক হুরী এসে বসে থাকে । তোমাতে  তো নেহায়েত আরব্য যুবকের কাজল চোখ আর না কামানো মুখে ঘ্রাণের নেশা - একদিন চুমু খেয়ে নিও তার চোখের মণিতে - তোমার না কামানো সুরতের নেশায় -  হুরী আসবে  ডজন -
আমাকে পেয়েছে বারকোডের দাগে । রেখার ভেতরে রেখা - রঙ এর ভেতরে রঙ - জেনানার ভেতরে জেনানা -
কিছুই কেন যে ভালো লাগে না !!