অস্তিত্ব আসলে ছায়া - সে চলে গেলে আমি অদৃশ্য হয়ে  যাই
কখনো খুব রাতে ঘুম ভেংগে টের পাই পাতায় শিশিরের শব্দ ,
চারতলা লাল সুরকির দালানের গায়ে
নারীর পিংক গাউনে বারান্দায় বসার কসমিক ছায়া।
সব ছাপিয়ে অস্তিত্ব নিরাকার বহুল অংশ ।
তবু গলিটাতে বার বার চোখ পড়ে ০০০
কোনো এক বর্ষায় সে বসেছিলো রাত দুটো অবধি -
দূর বাতাসের গন্ধে বকুল ফুল হারাবে বলে
আজকাল এতো শিয়রের নিকটে
তবু ছায়াটা অস্তিত্বহীন হতে হতে অদৃশ্য
টের পাই শ্বাসকষ্টের বেশী কিছু ----