অন্ধকারের ভেতর পাঁচটি আঙ্গুরীয় রেখেছি -
' শুনে যাও ঘোরের ভেতর সব চক্ষুষ্মান হয় না '।
কিছুটা বিহ্বলতায় - অগভীর জলে সাঁতরে
কোমরে গায়ে হাঁটু মঞ্জরীতে সৌরভ নিয়ে ভেবেছো
এরেই কাম বলে
প্রেমের আধোবুলি মর্মে লাগে '
তবু অদ্য রজনীর গভীরে স্বপ্নে আহাজারি - আহা কেনো কাঁদাও !!
আমি তো সুভার নদীতে স্নান করে
সুফীজমের দীক্ষা নিয়ে শিখেছি
'প্রেম তারেই বলে' -