সাইরেন বাজাতে বাজাতে চলে গেলো নীল হরিণ
কবরে একটা অক্টোপাস উপুড় হয়ে শুয়ে থাকে
বাতাসের গায়ে বিষাদ
চক্ষুতে আদিম নেশা
এক জীবন চলে গেলে
পরের জীবনে কে তুমি বসে থাকো
তপ্ত রোদে
দক্ষিণের বাতাসে ফিরে ফিরে আসি
ভালো তো লাগে না ,কিছুই না
তবু কেন চাঁদ ভালোবাসি --