যোগাযোগবিচ্ছিন্ন হলে আমি
একটা সরল রাস্তা হয়ে যাই
সরল রাস্তায় পাখিদের ঘুম হয় না
আমিও কিছুটা জেগে থাকি
অমাবস্যা এলে একটা বক্র দেয়ালের আড়ালে
সংসার পেতে জানিয়েছি প্রতি সোমবার
এখানে জশনে জুলুছ বসে -
পাখিদের গায়ের পাখা খসে পড়ে
আড়াল থেকে বুকের হৃদপিন্ডে জমা হয় নীল বিষাদ
আমার বিষাদই ভালো লাগে
কতবার আমাকে একটা রংগীন খামে করে
দাওয়াত দেয়া হলো ভোজসভার
সুরার তালে তালে নৃত্যের আবেদনে আমার মগজের কোনে বাসা বাঁধে
গত শতাব্দীর মেহফিলের স্মৃতি
সে আমার বাঁপাশে আড়াআড়ি ভাবে রেখেছে মাছেদের আনতা
সেখানে পাখা আটকে গেলে আমার
সে বিছিয়ে দিয়েছে মোহান্ধকারের বিছানা
আমি ঘুমুতে যাই
ঘুমে নূর নামে এক শিশুকে স্বপ্নে দেখি --