এভাবে অরণ্যবাসে আমার আদতে ঝামেলা নেই
অথচ একটা চুল উড়ে গেলেও
তুমি হাহাকার করেছো
এভাবে কতদিন গেছে আমাদের
                                  কত রাত
বিসর্জনের রাতেও আমরা কাঁদছিলাম
একটা ছোট মার্বেলের জন্য -
আজ ছিন্ন হলো আমাদের আব্রু
আমাদের ইজ্জ্বত, বাসস্থান আর মাটি
তবু কাঁদিনি
আজ কাঁদছি একগ্লাস জলের জন্যে -
যে তুমি মার্বেলের জন্যে কাঁদছিলে
তোমার বুক থেকে হৃদপিন্ড ছিনিয়ে নিলে
ছেড়া -  বেড়া শরীরে বনের মাটিতে শুয়ে তুমি হাসছো
সত্যিই তুমি হাসছো --
আহা আমাদের নির্মম রাত --
০১/১০/১৭