আচ্ছা শোন তুমি
এবারের ভালবাসার গল্পটা
সেই তুমি জানালে তুমি ডুবে গেছো অসীম অতলে
গমগমে গলায় ইষত বাঁকানো চশমার কোন থেকে ঠোঁটের ফাঁক দিয়ে এক চিলতে হাসি ,
আমি গহীনে গেছি সে তোমাকে নাই বা জানালাম -শুধু বুকের ভেতর কান পেতে তোমার হৃদপিন্ডের ধুক পুক শুনতে শুনতে ডুবে যাওয়া কি তা বুঝতে বুঝতে পাহাড় চূর্ণ হলো ,
সবুজ পাতাগুলো হলুদ হলো , আমের বোলের ঘ্রাণে ম ম হলো আমবাগান -
তার আর পর নেই - নেই নেই নেই --
অথচ সেদিন আকাশ দ্বিখন্ডিত হলো,সমুদ্রের জল আমাকে
ডোবালো ,চাঁদ বাঁকা চোখ মেলে চাইলো -
অষ্টপ্রহর নপ্রহর হলো , না প্রেম , হা প্রেম , যুগ যুগ মন্থর গতিতে অথবা সময়ের পাগলা ঘোড়ার অলিন্দে বসে জানান দেয় - আহারে সময় বদলায় -
আবেগ স্তিমিত হয় - ফুল ঝরে পড়ে -অথচ বসন্ত ফের আসে - আমি অগনন সময় আরশি হাতে বসি -পেছন থেকে উঁকি দেবে - প্রতিফলিত বিকেলের ছায়ার সাথে তোমার মুখ -
তুমি আসবে বলেই - ভালবাসবে বলেই -