সেদিন যে কবি বর দিলেন তিনি ছিলেন এক ফালি জোছ্না  
স্বেচ্ছায় দিলেন অথবা অনিচ্ছায় নেমে এসেছি তখন জলে
জল অথবা স্থল হোক বিনীত হয়ে জানতে চাই
হে আমার কবিশ্বর - কতদিন তুমি উচ্ছ্বল ঝর্ণা ছিলে
অথবা গলে যাওয়া চাঁদ , অথবা একটা উঠোন
আমি পলে পলে দাসী হতে চাই তোমার --
ধুলো ওড়ানো সন্ধ্যায় লালাভ হয়ে যাওয়া আকাশ থেকে
আবীর এনে তোমার পায়ের ধুলো হয়ে
তোমাকে একটা রাংগা ভোর দিতে চাই ---