বার বার তোমার চেহারা মোবারক নজরে আসে
আসলে এটা ভুল কথা
আমি কল্পনায় আনার চেষ্টা করে ব্যর্থ হই
তুমি এবং তোমার অবয়ব ঝাপ্সা অথবা স্পষ্ট ------


অথবা একটা খোলা মাঠে রাতের অন্ধকারে
তোমার হাত ধরে হাঁটলে কেমন অনুভব করবো
সেটা ভাবতে ভাবতে আমার প্রহর বিষন্ন হয় --


একটা সাদা গাউনে খোলা চুলে নিজেকে এক বিদেশিনী ভাবি
সাথে তুমি এক কাউবয় বাদামী জ্যাকেট ,
হ্যাট আর বুটজোড়ায় তুমি উদ্দাম যুবক
আহ কি দুর্দান্ত টগবগে ঘোড়ায় চড়ার উদ্দামতা
এসব ভাবতে আমার ভালই লাগে --


অথচ আজ সন্ধ্যায় ঝিঁ ঝিঁ পোকার দম বন্ধ করা গানে
আমি শৈশবে ফিরে যাই
আমাকে চিনতেই পারি না
আমি কি ছিলাম সেই শৈশবে
নাকি আমার এক অবয়ব
অথবা এটা একটা স্বপ্নই ছিলো -
অথবা স্বপ্নগুলো সেই রিপ্লে করা ফিতের মতন
নাকি আমি রাধিকা তোমার ?