অনভ্যাসে মাঝে মাঝে ভুল হয়ে যায় । যেমন খসখসে হলো শাড়ির আঁচল , তোমার লুকোনো মুখের লজ্জা নাকি ভয় , আমি উড়ে উড়ে পাখি হলাম ।
চশমায় ঢেকেছো কেন চোখ ?
খুলে দাও পিঞ্জরের আগল - -
সব গুলো গাছের ছাল বাকল সহ পাতা নেমে এসেছে জলে
আমি হারিয়েছি সব - চলো অবগাহন করি -


***


যতবার তুমি মাড়িয়ে গেছো ঘাস লতা পাতা আংগুর ফল
ততবার আমি খুঁটে নিয়েছি বিষাদ এর চতুষ্টীয় ধারা
রিকসার হুড উঠিয়ে বৃষ্টিতে যতবার ভিজে
আড়াল করেছো জল
আমি বুকের ভেতর টের পেয়েছি
ক্ষরণের শব্দ --
এবার চোখ খুলে দাও -
বিষাদের অষ্টধারা
ইতিবৃত্তান্ত জেনে গেছি সব --
চলে গেছে ইথাকায়
নরম মাটিতে আটকে থাকে  বধিরতা
-----------------------