এখানে সেখানে কড়া দাগ লেগে গেছে বুকে ।
কিছুটা কর্ষন গত হলিডে উদযাপনের -
তুমি বলো আসলে মোহই সবটুকু - হৃদয় বলে কিছু নেই -
অথচ ভাঙাচোড়া রিকসার চড়াই উৎরাই এর সময়
তোমার হাতে হাত লেগে গেলে
সন্তর্পনে সরিয়ে নিয়েছো কিছুটা আঁশ -


চলছে ক্ষরণ - বন্ধ করে দিয়েছি সবগুলো দুয়ার --
অন্ধ হলেও পথ চেনে পথিক --


**


মৃত্তিকা এবার তুমি ঘাস হবে,
আরিজোনার লস্ট লেকে
চিবুক ছিলো মিসরের রাণীর
পিপড়ার পিউপাতেও জমে থাকে বিষ -
হরিজন পাড়ায় নেমে এসছে শুকতারা।


উতসব শুরু হবে আজিনার নাকে নথ  পড়বার।
আমার চরাচরে কেউ নেই --
থাকেও নি- একেলা ফুলচাষী -
পথ খুঁজি সে প্রাগোইতিহাস কাল থেকে---