নাকফুলটা পড়া হলো  না -
তথাপি ইমেজের পরে ইমেজ
তুমি বলো চিত্রকল্প  -
এবং খানিকটা গল্প -
রান্নাঘরের কোণে কালি
বড্ড ধোঁয়া
সন্ধ্যেটা মেঘে ভিজে ভিজে
খানিক  রোয়া -
এ ঘরেতে যারা করে বাস  
তারা জানে না
পথ্য তোমার  থানকুনি পাতার -
জানে না ক্রনিক অসুখের খবর  
তোমার পানীয় তেতো রস চিরতার  -
কালো বুটিক তোমার শার্টের বুকপকেটে
অথবা চেপ্টা দাগ লিপস্টিকের  
তারা ভেবেছে
তুমি আধুনিক কবি
সেখানে শুয়ে থাকে মৃত নাবিক  -
আমার দুপুরের ঘুমে  
তুমি চিত হয়ে শুয়ে  
ঠোঁটের কষে  সাপের বিষ তোমার
বার বার ঐ বিষেই  জিভ আমার  
এতো ঝাঁঝালো -
হয়তো কোনোদিন আমিও
মাটিতে জন্মানো  ঘাস নিরাকার -