কায়েসকে উলটো করে শুতে বলায় সে ঘুমোয় চিত হয়ে । আলগোছে পাতা ওল্টায় । শোকের দিন গুলো শেষ হয়ে আসছে । শেষ হয়ে আসে । কখনো কখনো ঘোর লেগে গেলে আচমকা মুদ্রার গায়ে এঁকে দেয় প্রেম ।
আমাদের এখানে আগুন জ্বলছে । কায়েসকে বলা হলো প্রেম আসলে ঠোঁটের পাতায় থাকে । চকমকি পাথরে আগুন জ্বালানো হোক । এবার সে ভিন কিছু বলবে --