তিনি তখন তুর পাহাড়ের সন্যাসী গাছের সখা
গাছের পাশে বর্ষীয়সী  আকাশ তখন লালের সাথে নীল
নীলের সাথে লাল এবং অবশেষে সোনালী হল --


তিনি ভুলেছিলেন নদী
ভেংগে ভেংগে ডালপালা
তিনি এখন বিবাগী বাতাস -


তিনি তখন নদী -
মাঝখানে ভাঁটফুল
সাথে হিমাচল কচুরী


তিনি তখন গতি
উপেক্ষা করেন জ্যামিতিক ভুরুর চোখ --
এরপর ভুলে যাই তাকে
চক্ষু না যেন যায়
অন্তর যদিবা যায় !