একটা গোষ্ঠির জন্য তেত্রিশ হাজার জেনানা ছিল । তেত্রিশ হাজার একটা সংখ্যা মাত্র । আমরা গভীর ভাবে ভেবে বলি সাঁতরাতে গেলে পাখি শিকার না করলেও চলে ।
তবু পাখির জন্য কষ্ট হয় । ওড়ার অক্ষমতায় চিন চিন করে বুক । । রজনীগন্ধার ডাল ছিঁড়ে খোপায় লাগালে গন্ধে ম ম করে আমার সমগ্র মস্তিষ্ক ।তবু আমার বোধকরি আফসোস শেষ হবে না ।