ইমরুল কায়েসের কবিতার অনুবাদ


চলে এসেছি অথচ  
সে তার জামা ছিড়েছে
                       ঘুমাবে বলে  
তাঁবু  উড়ছে ফরফর
একটা ক্ষীণ পদস্খলন  -  
সে চিৎকার করে -
"ঈশ্বরের কসম!!  যেয়োনা"
বোকা তুমি  
অথচ  হয়নি মনে আজো
অসহায় তুমি ঈভের মতো  !!  "


বাজ দেখেছ ? দেখেছ তার বিভা ?
দু হাত জড়ো করে ঝটিকা মেঘ
সকলি তার শোভা -


পাখিসব  গিরি খাদে সার বাঁধে বসে  
মিষ্টি ওয়াইন খাও বড় চুমুকে  
বনের পশুরা সন্ধ্যায় দূর বনে ঢোকে  
মাটির নীচে পেয়াজের
কন্দের মতো  
স্ফিত জলপ্রপাত  শুয়ে থাকে  -