আজ মনে হয়,
আমি নারীর চেয়ে নারীকে না পাওয়াকেই বেশী ভালোবেসেছিলাম
প্রাপ্তির চেয়ে আমি হারানোকে ভালোবেসেছিলাম বেশী
বাস্তবের চেয়ে স্বপ্ন-কল্পনাকে।


তাই অন্যদের সাথে মেলে না আমার
তাই আমি কারো মতন হতে পারিনা।


এমনকি নিজের মত হওয়ার জন্যেও আমার কোন চেষ্টা নেই।
হয়তো আমি একটা নদীর মতন;
যে কেবল ভেসে চলে যায়।
হয়তো পাখির মতন;
যে কেবল শুন্যে ডানা মেলে দেয়।
হয়তো ফুলের মতন;
যে কেবল ফুটে উঠতে পারে।
তাই আমার কেবল ভেসে যাওয়া
কেবল ফুটে ওঠা...।