আমার চোখেও স্বপ্ন আছে, তোমরা দেখো শুধুই কাজল,
যা দিয়ে তোমার কান্না মুছি, তুমি ভাব সেটা কেবলি আচল।
আমার হাতেও শক্তি আছে, তুমি দেখো শুধুই চুড়ি,
পুতুল ছাড়াও আমরা নারী উড়িয়েছি ঘুড়ি।
যতই আমি দেই না তোমায় মনুষত্বের উক্তি,
তোমার কাছে লাগবে সধাই নারীবাদী যুক্তি।
তোমরা ভাব আমরা অধম, আমরা পরাধীন,
গর্জে উঠ বলে____ ওগো দেব এনেই মুক্তি।
কেমন করে দেবে তুমি আমায় এনে মুক্তি
আমি নারী, আমি মানুষ_
জন্ম থেকেই স্বাধীন আমি,
জন্ম থেকেই মুক্ত ।