গাঁয়ের বধূ চন্দ্রাবতী
ভালোবাসার পুলকরতি
স্বামী খাটে ক্ষেতখামারে
নিজে খাটে ঘরবাদারে
নতুন দিনের স্বপ্নেহারা
শ্যামল গাঁয়ে বিভোর তারা।


শিউলি পলাশ পদ্ম ফোটে
পাখির ডাকে নিদ্রা ছোটে
শালিক ডাকে বাবুই ডাকে
সূর্য হাসে দোরের ফাঁকে
নতুন দিনের নতুন আশায়
অন্তহীন এক ভালোবাসায়।


দিনমণি কুয়াশায় ঢাকা
নীলাকাশে নকশি আঁকা
গুড়ের পিঠা সোহাগ মাখা
শক্তি জোগায় কর্মে থাকা
অমলিন এক স্বপ্ন ছোঁয়ায়
ভোরের রবি রাত্রি পোহায়।


সোয়ানসি ইউকে।