আমার শেষ কথাটি শেষ না হতেই
ঝির ঝির করে ঝরে পড়ল ক্ষয়িষ্ঞ্চু দেয়ালের পালিস্তর
পুরানো কার্ণিশ থেকে থেমে থেমে পড়তে থাকে
জমানো ধুলো বালি, ইটের টুকরা
যেন বাঁধা ‍দিতে চাই কেউ
খেই হরিয়ে ফেলি আমি
আজ কাল কেউ আর কথা শেষ হতে দেয় না
তার আগেই জানতে চাই কথার গ‍ভীরে কি ছিল
খুঁটি নাটি ‍ফলাফল জানতে চাই সবাই
বলুন তাই কি হয় ?
এতটা পথ হাটার কথা এক পা হেটেই কি বলা যায়
না তা যায় না অন্তত একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে হয়
তাহলে আসুন সবাই মিলে একটা গভীর শ্বাস নেই।