এখনো অনেক রাত বাকী
হাত ব্যাগ গুছিয়ে নিয়ে নেমে যাই পথে
মাথার উপর উজ্জল তারামাখা আকাশ
বুকে জমানো অজস্র কষ্টের কফিন
আমি এক নিভৃত্যচারী পথিক
দুটি হাত মেলে যায় দিগন্তের তমশায়
ধুয়া উড়া কুয়াশার আঁচল চিরে
কেটে আনে রাতের আঁধরে জমিনের মুখ
থরে থরে সাজানো আজস্র বিমুগ্ধ দুখ
আমি চলি সাথে চলে-
শার্টের আস্তিন, প্যান্টের চেইন
অবাঞ্চিত বাটির টুংটাং আওয়াজ
মিলে যায় হওয়ায় মিলে যাই আমি
এক বিরাট অদৃশ্য শুন্যতায়।