২৫ শে মার্চ
----------------
-------নজরুল ইসলাম খান
২৫শে মার্চ,বাঙালীর এক
কালো অধ্যায়।
ঘাতকেরা মেতে ওঠে
গণ হত্যায়।
ওরা ভেবে ছিল,বাংলাকে করে
জন শূন্য।
চিরদিনের জন্য রাখবে পঙ্গু
পরিপূর্ণ।
কিন্তু, ওরা জানে না, বাংলা নয় এত
সহজ সাধ্য।
অন্যায়ের বিরুদ্ধে বাঙালী
চির অবাধ্য।
নয় মাস রক্ত ক্ষয়ী সংঘর্ষে
থেকে যুক্ত ।
ঠিক ই করেছে এ দেশকে
শত্রু মুক্ত।
এ দেশ তিতুমীর -সূর্য সেনের
জন্ম ভূমি ।
এ দেশ শত পীর- আউলিয়ার
পূণ্য ভূমি।
এ দেশ ভাসানী -শেখ মুজিবের
পিতৃভূমি ।
এ দেশকে ভালবেসে যায়
সবাই চুমি।
যতদিন রবে মহানুভবদের উৎসাহ
প্রেরণা।
বাঙালী কভু মহা দুর্যোগেও
পথ হারাবে না।
২৫/০৩/২০২২