২৬ শে মার্চ
---------------
--------নজরুল ইসলাম খান

২৬ শে মার্চ,
বাঙ্গালীর এক অনন্য ইতিহাস ।
নতুন করে স্বপ্ন দেখার পায় যেন আশ্বাস ।
কাল রাত্রির লাল রক্ত সাঁতরিয়ে,
সকালে দগদগে সূর্য ওঠে স্বাধীনতার।
সারা গায়ে রক্ত মেখে শপথ নেয়  মুক্তি কামী মানুষ ,
পরাধীনতার নাগপাশ ছিন্ন করার ।
নিষ্পেষণের হাত থেকে বাঁচতে,  মনে সাধ জাগে আবার,
দুশো বছরের গোলামীর শেকল ছেড়ার।
গর্জে ওঠে একযোগে যার যা আছে হাতিয়ার,
বাংলার স্বাধীন মনা আবালবৃদ্ধবনিতার ।
একটা ই  লক্ষ্য, মুক্তি দেশমাতৃকার ।
অবশেষে একসাগর রক্ত পেরিয়ে ,
অজস্র মা বোনের ইজ্জত হারিয়ে ,
সাধ পায় স্বাধীনতার।
অভ্যুদয় হয় একটি নতুন পতাকার।
২৬ শে মার্চ , তুমি অনাবিল আনন্দ,
আমার চির অহংকার ।

২৬/০৩/২০২২