ব্যাকুলতা
----------------+
----------------নজরুল ইসলাম

মন হয়েছে উতলা ,
অনেক চাওয়ার পরে আসবে বন্ধু আমার বাড়ি ।
ও সখী শীতলা  ,
নিজেকে গুছিয়ে নিতে কাজ রয়েছে তারই।
ও জোনাকি ,
পথের ধারে মিটি মিটি আলো  রেখো জ্বালিয়া ।
ও পূর্ণ চাঁদ ,
জেগে থেকে বন্ধুর গায়ে জোছনা দিও ঢালিয়া।
ও বন ফুল ,
বরন কোরো বন্ধুর গায়ে পুষ্প বৃষ্টি ঝরাইয়া৷।
ও রজনী গন্ধা ,
তুমি সারা নিশি বন্ধুর ঘরে সৌরভ দিও  ছড়াইয়া ।
ও ঋতু রাজ বসন্ত ,
দাও আমায় ফুলে ফুলে নতুন করে  সাজাইয়া।  
এমন আমি সেজেছি ,
পলক না পড়ে যেন বন্ধু আমায় প্রথম বার দেখিয়া।
ও রাত জাগা পাখি ,
পাহারা দাও, বন্ধু আসলে দিও আমায় জানাইয়া৷।  
ও কুক্কুট ,
ঘুমিয়ে গেলে ডেকে ডেকে দিও আমায় জাগাইয়া  ।
ও সখী ,
সারা রাতি  যত্ন করে পাশে থেকো দাঁড়াইয়া ।
বন্ধু আসলে  ,
রূপ দেখে তার জ্ঞান না ফেলি হারাইয়া ।
ও দখিনা বাতাস ,
তুমি বন্ধুর দেহে ঝিরিঝিরি যেও কিন্তু বহিয়া  ।
ও ব্যাকুল হৃদয় ,
এমন ভালো বাসা দিও যেন বন্ধু যায় রহিয়া ।
২৬/১১/২০২১