বিয়ে  মানে
-----------------
---------নজরুল ইসলাম খান

বিয়ে মানে, নারী পুরুষের অন্য রকম সখ্যতা।
বিয়ে মানে, একসাথে থাকার সামাজিক বৈধতা ।
বিয়ে মানে, ইচ্ছে খুশী  পরস্পরের আনাগোনা ।
বিয়ে মানে, বংশ রক্ষাার  একমাত্র সম্ভাবনা।
বিয়ে মানে, বাউণ্ডুলে ছেড়ে শৃঙ্খলিত জীবন ।
বিয়ে মানে, শিকল বিহীন চির অটুট বাঁধন।
বিয়ে মানে, পবিত্র ভালবাসার  অপরূপ  নিদর্শন ।
বিয়ে মানে, পরস্পরের  কাছে আত্মসমর্পণ ।
বিয়ে মানে, একই নায়ের  হালধরা  যুগল মাঝি।
বিয়ে মানে, একই লক্ষ্যে  জীবন রাখা বাজী ।
বিয়ে  মানে, জীবন চলার পথের  চির সাথী ।
বিয়ে মানে, সুখের দোসর , আঁধার ঘরের বাতি ।
বিয়ে মানে, বচসা করেও ছাড়েনা কেউ হাত ।
বিয়ে মানে , খোদা তাআলার অশেষ  রহমাত ।

২৮/০৩/২০২২