বিদায় কালিয়া
---------------------
---নজরুল ইসলাম খান

বিদায় কালিয়া,
চলি ডুমুরিয়া ।
ব্যথিত অন্তর,
তবু,
পুলকিত হিয়া ।

এতদিন আমি,
থাকলাম যেথা।
চিঠি এসে বলে,
ঠাই নাই সেথা ।
চলে যাই দূরে,
তাই ,
আসন ছাড়িয়া ।

যা কিছু খুশির,
নিয়ে যাই তাই।
দুঃখগুলো  সব,
ভুলে যেতে চাই।
বাকিটুকু থাক,
শুধু ,
ভালবাসা দিয়া ।

২২/০৫/২০২৩

(বদলী জনিত বিদায় উপলক্ষে)