বর্ণচোরা
--------------
-------নজরুল ইসলাম খান

অনেক গুলো গুণের মধ্যে ,
একটি হলো ছাতা ধরা।
যেথায় যখন বৃষ্টি পড়ে ,
সেদিক একটু ঢলে পড়া।

লাজ শরমের মাথা খেয়ে ,
সবার সাথে মিলে চলা ।
নীতিবোধ সিঁকেয় তুলে ,
সবার মতে কথা বলা ।

সব কাজের  মাথায় থেকে ,
বিপদ দেখলে সটকে পড়া ।
বহাল -তবিয়তে থাকে ,
এমন সব বর্ণচোরা  ।

০৫/০৪/২০২২