একা
--------
--------নজরুল ইসলাম খান
মানুষ মূলত একা;
কিছু কিছু মানুষের সাথে
কোনও কোনও সূত্রে হয় দেখা ।
তবুও মানুষ একা।
অসুস্থ হয়ে থাকে যখন বিছানায় ,
কষ্ট পায় অসহ্য যন্ত্রণায়।
পাশের মানুষ গুলো শুধু উহু আহা করে
জানায় সমবেদনা ,
কষ্টের ভাগী কেউ-ই হয়না,
ভোগ করতে হয় তাকে একা।
যখন ঘুমায় , স্বপ্ন দেখে, ভোগে বিষন্নতায় ;
তখন, ভিতরের মানুষটার সহচরী হতে পারেনা কেউ -ই,
মুখোমুখি হতে হয় কেবল একা।
মাতৃগর্ভে যতদিন থাকে,
তখনও সে একা।
মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয় একা।
যখন যায় কবরে বা শ্মশানে- চিতায়,
তখনও যেতে হয় একা ।
কিছু কিছু মানুষের সাথে,
কোনও কোনও সূত্রে,
কিছুকাল করতে হয় সহাবস্থান ;
তারপরেও থাকে মানুষ নিতান্ত একা।
রেখে যায় শুধু কিছু অসম্পূর্ণ কাজ, কিছু স্মৃতিরেখা।
২৩/০২/২০২২