একুশ নিয়ে ব্যবহার
-------------------
--------নজরুল ইসলাম খান

একুশের প্রথম প্রহরেই,
ফুল দিয়ে ভরি শহীদ মিনার ।
সকাল বেলা প্রভাত ফেরিতে
শিশিরে ভেজাই পা সবার ।

সারাদিন করি আচার অনুষ্ঠান ,
শুষ্ক মনে করি গুনগান তার ।
একুশ আসে গতানুগতিক ভাবে ,
সবার জীবনে বছরে একবার ।

সমুখে দাঁড়ায়, ফেলতে পারিনা,
কোন মতে তারে ঠেলে করি পার ।
একুশ আসে, একুশ চলে যায় ,
তারপর কিছু মনে রয় না আর ।

জন্ম থেকে দেখে আসছি সেই
একুশ নিয়ে এই ব্যবহার।
একুশের পরে নতুন করে ,
কদর বাড়ে বিদেশী ভাষার ।

শুধু এক কোনে, বড় অযত্নে,
পড়ে থাকে বাংলা আমার ।
সবকিছু চলে আগের মতোন,
তারপর কিছু মনে রয় না আর।

যে সম্পদ করেছি আয়ত্ত ,
ভয় থাকত যদি পেয়ে হারাবার ।
ধরে রাখতে তারে নামতে হতো,  
সকলে মিলে রাজপথে আবার ।
২২/২/২২