গরু
-------
------নজরুল ইসলাম খান

গরু ভীষণ নিরীহ প্রাণী ।
সকলের জন্য বিলিয়ে দেয়
অকাতরে নিজের জীবন খানি ।
আত্মরক্ষার্থে সামান্য শিং দোলানোও
তার জন্য অপরাধ।
সে শুধু দিয়ে ই যাবে,
পাবে সামান্য , সেবাগ্রহীতার মনো পুত হবে যখনই।
গরু, কারো কাছে দেবতা,
কারো কাছে আবার আস্বাদনের সামগ্রী।
যে যা ই ভাবুক,
পায়না তবু গরু উপযুক্ত সন্মানী।
একটু কিছুতে ই পায় নির্বুদ্ধিতার জন্য
গরু খ্যাত গ্লানি।
আমরা যারা সাধারণ মানুষ ,
অনেকের কাছে গরুর মতো ই অনেকখানি।
সব পক্ষই ব্যবহারের জন্য করে  টানাটানি ,
মাঝখানে পড়ে হয়ে যাই যেন কুরবানী।
আমাদের নিয়ে  সহজ সরল ভাষায়
গরুর রচনা লেখে পাতা ভরে,
উপযুক্ত মূল্য দেয় না কখনো ই।
২০/০৩/২০২২