ময়ূর সিংহাসন
---------------------
----------নজরুল ইসলাম খান
ওগো,ডাগর চোখী কাজল মেয়ে,
কী নাম দেব বলনা তোমার ?
ওগো,তন্বী তনু, বন্য মৃগী,
হবে নাকি প্রিয়ে আমার ?
ওগো, মনোহারিণী, তিলোত্তমা,
কে তোমায় করল এমন সৃষ্টি ?
ওগো, অনুপমা- নিরুপমা ,
ফিরাই কেমনে এখন দৃষ্টি ।
ওগো , প্রাণ সাথী, অরণ্য বীথি
বেয়ে এসো আমার ঘরে ।
তিলক চন্দন কপালে এঁকে,
নিব তোমায় বরন করে।
তিলে তিলে জমে ওঠা
আমার মাঝে প্রণয় অতল ।
নিশি জেগে তোমার তরে,
গড়ব প্রেমের তাজমহল ।
তোমার মাঝে হারাব আমি,
আমার মাঝে তুমি ।
দু'জনে মিলে গড়ব শুধু
একটি স্বর্গভূমি।
এসো আমার প্রাণে এসো,
করি আলিঙ্গন ।
আমার হৃদয়ে পেতেছি
তোমার ময়ূর সিংহাসন ।
---------------
রাজশাহী
২৪/০৩/১৯৯১
(অনেক পুরনো লেখা, কিছু মনে করবেন না)