ঋত্বিক
-----------
-------নজরুল ইসলাম খান

আমি এক পরিশ্রান্ত পথিক  ;
পথ হাটিতেছি জন্ম থেকে
জীবনের পথে,  এঁকেবেঁকে
পৃথিবীর চারিদিকে,  দিগ্বিদিক ।
একটু খানি সান্নিধ্যের তৃষ্ণায়
যখনই চেয়েছি যাকে ,
সরে গেছে একে একে ,
কখনো পারিনি করতে ঠিক  
জীবনের আশ্রয় স্থল  সঠিক ।
অনেক ঘুরেছি আমি  ;
হৃদয়ের বাতিঘরে
বন্দরে বন্দরে,  অন্তরে
সওদা করেছি যা কিছু দামী,
সব হয়েছে বেনামী।
আমি পাইনি পরম নির্ভরতার প্রতীক ।
আমি ক্লান্ত এক নাবিক  ;
চারিদিকে জীবনের ব্যর্থতার নীল চিহ্ন ,
আমি পাইনি স্বস্তি কখনও,  উপেক্ষা ভিন্ন ।
জীবনের প্রান্তে এসে,  অবশেষে
যা কিছু আমার নয়, যাক ভেসে ;
আমি চাই জীবনের নতুন ঋত্বিক ।
পূর্ণতার বানে ব্যর্থতার গ্লানি সব ধুয়ে  মুছে দিক ।

১৬/০১/২০২২