সাত ই  মার্চ
-----------------
---------নজরুল ইসলাম খান

নেতা আসলেন দৃঢ় পায়ে ,
তাকিয়ে দেখলেন ডানে -বাঁয়ে  ,
এক সমুদ্র জনতা ।

মুহুর্মুহু শ্লোগান  ,
রেসকোর্স টান টান ,
সবাই যেন তিতুমীরের ভ্রাতা ।

মুষ্টি বদ্ধ তর্জনীতে,
নেতার মহা গর্জন ই তে ,
বেরিয়ে এলো স্বাধীনতার ঘোষণা ।

উঠলো সবাই লম্ফ দিয়ে ,
রক্ত ওঠে টগবগিয়ে ,
পূরণ হলো দীর্ঘ দিনের বাসনা ।

যার যা আছে তাই নিয়ে ,
ঝাপিয়ে পড় শক্তি দিয়ে ,
নেতা করলেন আহবান ।

নেতার ডাকে সাড়া দিয়ে ,
বজ্র কঠিন সাহস নিয়ে ,
বীর বঙ্গালী যুদ্ধ করল দিয়ে প্রাণ।

নয় মাস যুদ্ধ করে  ,
স্বাধীনতা আনলো ঘরে ,
সবার মূলে সাত ই মার্চের ভাষন দান।

কে সেই মহান নেতা ?
তিনি আমার জাতির পিতা ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

০৭/০৩/২০২২