স্বাভাবিক থাকো
----------------------
--------নজরুল ইসলাম খান
তুমি এগাছ, ওগাছ, সব গাছে ঝুলোনা,
স্বাভাবিক থাকো।
তুমি এদরজা, ওদরজা, সব দরজা খুলোনা,
স্বাভাবিক থাকো ।
তুমি এপথ, ওপথ, সব পথে যেওনা,
স্বাভাবিক থাকো৷।
তুমি এঘাট, ওঘাট, বার ঘাটের পানি খেওনা,
স্বাভাবিক থাকো ।
তুমি গাছের খেয়ে , তলার কুড়িওনা,
স্বাভাবিক থাকো ।
তুমি অন্দর বাহির সব দিওনা,
স্বাভাবিক থাকো ।
তুমি সব শোল একা ধরোনা,
স্বাভাবিক থাকো ।
তুমি সবাইকে পাগল করোনা,
স্বাভাবিক থাকো ।
তুমি সব নায়ে পা দিওনা,
স্বাভাবিক থাকো ।
তুমি সব কিছু পেতে চেওনা,
স্বাভাবিক থাকো ।
এমন করলে সব হারাবে তুমি ,
স্বাভাবিক থাকো।
তুমি স্বাভাবিক থাকো।
২৭/০৩/২০২২