উপযুক্ত
-----------
---------------নজরুল ইসলাম খান
হাজার কবিতা লিখে কী হয়?
যদি একটিও কবিতা না হয়।
বেসুরো কন্ঠে হাজার সংগীত ও
আবেদন সৃষ্টি করে না কোনো,
যদি না দোলে মন।
ভালবাসাহীন জীবনে ,
হাজার বছর বেঁচে থেকে কী লাভ?
যদি না থাকে প্রেমালাপ ।
শিয়ালের মত সহস্র বছর
বংশপরম্পরায় টিকে থাকে কেন প্রাণ?
যদি না থাকে সম্মান ।
সাহস নিয়ে সিংহের মত
একদিন বেঁচে থাকাও শ্রেয়।
উপযুক্ত একটি কবিতা, গান , মানুষও
চিরদিন সবার প্রিয়।
২৩/০৩/২০২২